Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের বিভিন্ন বাজারে মনিটরিং না থাকায় মাংসের দাম উঠানামা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে মনিটরিং না থাকায় গরুর মাংস ও মোরগের দাম অতিরিক্ত আদায় করছে ব্যবসায়ীরা। ক্রেতারা জানান, হঠাৎ করেই গতকাল গরুর মাংস প্রতিকেজি নির্ধারিত মূল্য ৬৫০ টাকা থেকে ৭৫০ থেকে ৮শ টাকা করে আদায় করছে। এ ছাড়া পোল্ট্রি মোরগ (সাদা) প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা, কক মোরগ ৩০০ থেকে ৩৫০ টাকা করে রাখা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি পাইকারদের কাছ থেকে চড়াও দামে কিনে এনে ৫-১০ টাকা করে লাভ করেন। যদি জরিমানা করতে হয় তাহলে পাইকারদের করা উচিত। গতকাল সরেজমিনে গিয়ে বাজারগুলোতে ক্রেতাদের সাথে আলাপ করে এমন তথ্য জানা গেছে।