Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নাতিরাবাদ খেলা মাঠে প্রতিবাদ সভায় বক্তারা ॥ শহরের হরিপুর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অচিরেই উচ্ছেদ করা হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অচিরেই উচ্ছেদ করা হবে। একই সাথে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। গতকাল সোমবার তারাবিহর নামাজের পর নাতিরাবাদ খেলার মাঠে এলাকাবাসীর প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এলাকাবাসী জানান, চিহ্নিত এসব মাদক ব্যবসায়ীর অত্যাচার, নির্যাতনে নিরীহ শান্তিপ্রিয় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছেন। গত রবিবার সন্ধ্যায় এদের হামলায় দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত এক মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। মাদক ব্যবসায়ীরা একটি দোকান ঘর ভাংচুর ও লুটপাট করেছে। মাদক ব্যবসার প্রতিবাদ করলেই এরা ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীর উপর হামলা চালায়। মাদক ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ী আওয়াল মিয়া ও মুহিবুর রহমান লেবুকে ছুরিকাঘাত করে। আহত দুই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আওয়াল মিয়াকে সিলেটে প্রেরণ করে। ওই সময় মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিন ও নুর হোসেনকে আটক করে এলাকাবাসী সদর থানায় সোপর্দ করে। গতকাল সোমবার পুলিশ তাদেরকে ছেড়ে দিলে এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠেন। এরই প্রতিবাদে গতকাল সোমবার তারাবির নামাজের পর নাতিরাবাদ খেলার মাঠে গ্রাম পঞ্চায়েতের সাভাপতি হাবিুবর রহমান হাবিবের সভাপতিত্বে ও নাতিরাবাদ বসুন্ধরা সংসদের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ এর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর থানার ওসি গোলাম মর্তুজা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাতিরাবাদ পঞ্চায়েত কমিটির মুরুব্বি আব্দুল খালেক টেনু, ৪নং পৌর কাউন্সিলর জুনেদ মিয়া, ফখরুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম, পৌর প্যানেল মেয়র সুমা জামান, সিরাজুল ইসলাম মনফর, নিতেন্দ্র সূত্রধর, আবু সাইদ বিপ্লব, ফয়সল আহমদ, সাবেক পৌর কমিশনার শামছু মিয়া, সামসু মিয়া, আব্দুস সালাম, হরিধন সূত্রধর, কিম্মত আলী, কদর আলী, রফিকুল ইসলাম, ফরিদ আহমেদ, মহিউদ্দিন শিপন, মনিরুজ্জামান লিটন, এমদাদুল হক চৌধুরী, খান নিসু, তানভীর চৌধুরী, রুমন আহমদ, নাজমুল ইসলাম, জুয়েল মিয়া, জুবায়ের আহমেদ, হরিপুর গ্রাম পঞ্চায়েতের মুরুব্বি আব্দুল হক, ছোট মিয়া, আজিম উদ্দিন, মঞ্জু মিয়া, আবুল কাশেম, নাতিরাবাদ বসুন্ধরা সংসদের সদস্য তমিজ আলী, আব্দুল আলীম, জুবায়েদ হোসেন, শেখ জনি, শুভ ইসলাম, সিয়াম, পারভেজ, নিয়াম, শেখ শাহিনুর, রিপন, অরুন বর্মন, পলাশ সূত্রধর ও ইসপাক আহমেদ।
সদর থানার ওসি তার বক্তব্যে বলেন, সকল মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে এবং মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর ভূমিকা পালন করবে। উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে এলাকাবাসীকে আশ^স্থ করেন। সভায় হাজারো জনতা মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিন ও নুর হোসেনসহ সকল মাদক ব্যসায়ীদের বিরুদ্ধে আইনানুগ প্রতিকার দাবি করে স্বারকলিপিতে স্বাক্ষর করেন। আজ মঙ্গলবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হবে।