Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মানব পাচার মামলায় বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ একটি মানব পাচার মামলায় বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও তার চাচাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মানব পাচার মামলায় গতকাল রোববার তিনি আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন।
জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাসের আদালতে নিয়মিত হাজিরা না দেয়ায় সম্প্রতি বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও তার চাচা ইসমাঈল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। গতকাল রোববার ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও তার চাচা ইসমাঈল হোসেন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
জানা যায়, ২০১৬ সনে বানিয়াচঙ্গ উপজেলার ইকরাম গ্রামের জনৈক ব্যক্তি ফারুক আমিন ও তার চাচা ইসমাঈল হোসেনের বিরুদ্ধে মানব পাচার মামলা দায়ের করেন। ওই মামলায় সমন পেয়ে আদালতে হাজির হয়ে জামিন নেন। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি তারিখ আদালতে হাজির না হলে বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।