Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরের নোয়াবাদে ব্যবসায়ী আওয়ালকে ছুরিকাঘাত ॥ আটক ২

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নোয়াবাদে তুচ্ছ ঘটনা নিয়ে ব্যবসায়ী আওয়াল মিয়া ও তার ভাই মুহিবুর রহমান লেবুকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় দোকানপাট ভাংচুর ও লুটপাট হয়েছে। এলাকাবাসী দুই জনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করেছে। আহত সূত্রে জানা যায়, হরিপুর এলাকার মৃত টিক্কা মিয়ার পুত্র গিয়াস উদ্দিন ও তার ভাই নুর হোসেন দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে যাচ্ছেন। একাধিকবার তারা মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হলেও তারা মাদক ব্যবসা ছাড়েনি। এলাকাবাসী তাদের বিরুদ্ধে প্রতিবাদ সভাসহ পুলিশ সুপার বরাবরে স্মারক লিপিও দেন। এরপরও তাদের থেমে নেই মাদক ব্যবসা। গতকাল সন্ধ্যায় গিয়াস উদ্দিন আওয়াল মিয়ার দোকানে বসে মাদক বিক্রির কথা বলে। এ সময় আওয়াল তাকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে তার ভাই নুর হোসেন ও হারুনসহ কয়েকজন এসে আওয়ালকে মারধোর ও দোকানে হামলা, ভাংচুর চালায়। এক পর্যায়ে লেবু এগিয়ে এলে তাকেও মারধোর করে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে আওয়ালের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরন করা হয়। পরে এলাকাবাসী গিয়াস উদ্দিন ও হারুনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করে। এ সময় নুর হোসেন পালিয়ে যায়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় তারা মাদক বিক্রি করে যুবসমাজ ধ্বংস করছে। তিনিসহ এলাকাবাসী তার বিরুদ্ধে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে উঠে। সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, এলাকাবাসী দুইজনকে আটক করে থানায় দিয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।