Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত শয্যাসায়ী আলী হোসেনকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আলী হোসেন বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেননা তিনি। তার অভাব অনটনের সংসারে সে নিজেই ছিল উপার্জনের একমাত্র অবলম্বন। বর্তমানে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিলেটের সরকারী বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার পরেও অবস্থার অবনতি ঘটায় এখন চিকিৎসার অভাবে নিজগৃহে শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তার চিকিৎসক জানিয়েছেন, সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, গলার মধ্যে প্রথমে টিউমার অবশেষে ক্যান্সারে আক্রান্ত হওয়াতে তার চিকিৎসা ব্যয়বহুল ও অপারেশন সহ খরচ প্রায় ৪ লক্ষাধিক টাকার প্রয়োজন। তার স্ত্রী জানিয়েছেন, চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ২ লাখ টাকা ব্যয় হয়েছে। আরও চিকিৎসা করাতে প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন। সাংসারিক জীবনে স্ত্রী, ১ শিশু পুত্র ছাড়া তার মা,বাবা কেউও বেঁচে নেই। নেই নিজের মাথা গোঁজার ঠাঁই, পরিবার নিয়ে বাস করেন অন্যের দয়ায় আরেক জনের বাড়ীতে। এই গরিব অসহায়ের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি আর্থিক সাহায্য কামনা করেছেন। জানা যায়, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার তেতইয়া গ্রামের সোনমনি সূত্রধরের পুত্র সুবাস সুত্রধর, তার বাবা মা মারা যাওয়ার পর ১৯৯৩ সালে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন তিনি, বর্তমান তার নাম আলী হোসেন (৪৫), পিতা মৃত আব্দুল হেকিম প্রকাশ (সোনামনি সূত্রধর)। তিনি ধর্মান্তরিত হয়ে মুসলমান হওয়ায় নিজ এলাকা ছেড়ে বর্তমানে নবীগঞ্জ উপজেলায় বসবাস করছেন। বিধায় নিজ গোত্রের মানুষের কাছ থেকেও কোনো সাহায্য সহযোগিতা পাননি এবং তিনিও চাননি। বর্তমানে তিনি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামার গাঁও সাইনবোর্ড বাজারে মোঃ আবুল মিয়ার একটি বাসায় বিনা ভাড়ায় বসবাস করেন। তিনি ১ বছর পূর্বে বিবিয়ানা গ্যাসফিল্ডে একটি প্রাঃ কোম্পানিতে মাল্টি ওয়ান্ডার হিসেবে কর্মরত ছিলেন। বেতন যা পেতেন কোনো রকম তার সংসার চলে যেতো। বর্তমানে একেবারে নিঃস্ব। প্রতিবেশী কামাল মিয়া বলেন, আমাদের জানামতে আলী হোসেন অত্যন্ত বিনয়ী ও সাদা মনের একজন শ্রমজীবী মানুষ। হঠাৎ মরণব্যাধি ক্যান্সার থাবা দিয়ে তার জীবনকে উলট পালট করে দিয়েছে। তাই সকলের সাহয্য সহযোগিতার প্রয়োজন। সবার সাহায্যে হয়তো তার নতুন জীবন ফিরে পেতে পারেন। সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান তিনিও। তার ব্যক্তিগত মোবাইলে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নং (০১৭১৯-৭৪১৬০০ পার্সোনাল) (০১৭১৯-৭৪১৬০০ রকেট)।