Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের মিরাশী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী আক্তারকে বহিস্কারের দাবী

স্টাফ রিপোর্টার ॥ চুনাারুঘাটে আওয়ামীলীগ নেতা আক্তার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের অভিযোগে তাকে বহিস্কারের দাবী জানিয়েছে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সম্প্রতি উপজেলার মিরাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সস্পাদক আক্তার হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগসহ নানা অভিযোগের ভিত্তিতে তাকে বহিস্কারের দাবী জানানো হয়। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিসহ অর্ধশতাধিক নেতৃবৃন্দ স্বাক্ষরিত একটি অভিযোগপত্র মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগ ও চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ এর কাছে পাঠানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন তার পারিবারিক বিষয়ক গুলোকে দলীয় পদ ব্যবহার করে এলাকার নিরীহ মানুষের উপর আক্রমনসহ হুমকি ধামকি দিয়ে আসছে। তিনি আওয়ামীলীগ নেতৃবৃন্দকে কটাক্ষ্য করে বক্তব্য দিয়ে আসছে। এছাড়াও তার বিরুদ্ধে গোপনে দলীয় লোকদের বিএনপি জামাতের লোকদের দিয়ে আক্রমন করার ষড়যন্ত্র করে আসছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলাসহ নিরীহ লোকদেরকে হয়রানী করার অভিযোগ রয়েছে। অভিযোগের অনুলিপি জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে ডাকযোগে পাঠানো হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি আক্তার হোসেন জানান, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে ঈদের পরে বসে স্থানীয়ভাবে মিমাংসা করা হবে।
এ বিষয়ে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ জানান, আমরা আক্তারের বহিষ্কারের দাবীতে অভিযোগ দায়ের করেছি। তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। মিরাশী ইউনিয়ন আওয়ারমীগের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান খান মুসক জানান, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে রোজার পরে উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধারণ করা হবে।