Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আন্তঃজেলা ডাকাত সর্দার নাজিম অবশেষে গ্রেফতার

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের আন্তঃজেলা ডাকাত সর্দার নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাজিম উদ্দিন কাগাপাশা ইউনিয়নের উমরপুর গ্রামের মুলাক মিয়ার ছেলে। গতকাল ভোরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্ম এলাকা থেকে বানিয়াচং থানার এসআই ডি.এম.এ মজিদ এর নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। গত জানুয়ারী মাসে বানিয়াচংয়ের দাউদপুর গ্রামে সংঘটিত ডাকাতি মামলার প্রধান আসামী সে। ইতিপূর্বে এ মামলায় অপর আসামী উমরপুর গ্রামের রমজান, সেজু, তরুন, কাপতান ও দিরাই থানার ছালামসহ ১০জনকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তরুন, সেজু ও রমজান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। উল্লেখ্য, গত ১০ জানুয়ারী শুক্রবার বানিয়াচংয়ের দাউদপুর গ্রামে ফজলুল হক এর বাড়ীতে ১৬/১৭ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ীর লোকজনকে জিম্মি করে ফিল্মি স্টাইলে ডাকাতি সংঘটিত করে। এসময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ডাকাতদল পার্শ্ববর্তী ফজলু মিয়ার ভাই হাজ্বী ওয়াছির মিয়ার ঘরের পিছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাদেরকেও অস্ত্রের মুখে জিম্ম করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। দু-বাড়ীতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় উভয় পরিবারের লোকজনের শোর চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে ডাকাতদলকে ধাওয়া করে। এসময় ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাবার সময় অসীম দাশ (২৭) নামে এক ডাকাত ৭ রাউন্ড গুলিসহ জনতার হাতে আটক হয়। এসময় অসীম দাশ স্বীকারোক্তিতে ডাকাতির সাথে জড়িতদের নাম প্রকাশ করে। গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে এ ব্যাপারে ১১ জানুয়ারী ফজলুল হক বাদী হয়ে বানিয়াচং থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন থানার এসআই ডি.এম.এ মজিদ। গ্রেফতারকৃত ডাকাত নিজাম উদ্দিন কে আজ আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে বলে তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের জানান।