Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে মাদ্রাসা উদ্বোধন করলেন বিমান প্রতিমন্ত্রী

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোঃ মাহবুব আলী বলেছেন, শেখ হাসিনা সরকার সবেচেয়ে বেশি শিক্ষায় বরাদ্দ দিয়েছে, মসজিদ, মক্তব, মাদ্রাসাসহ সারাদেশেই উন্নয়ন করেছে। আমাদের এই আসনেও বরাদ্দ এসেছে, আমি এই অঞ্চলের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। এই এলাকায় রাস্তাঘাট ও ব্রীজ-কালভার্ট উন্নয়ন কাজ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইকরতলী গাউছিয়া জালালিয়া করিমিয়া মকছুদিয়া মৌলানা আছাদ আলী সুন্নিয়া মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথাগুলো বলেন। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের সভাপতিত্বে ও গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক মাষ্টার, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ, গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, মিরাশী ইউপি চেয়ারম্যান মানিক সরকার, রাণীগাও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব উসমান গণি কাজল জাপানী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আব্দুল হাই প্রিন্স, গাজীপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম উস্তার, গ্রামের বিশিষ্ট মুরুব্বী মৌলানা আজিজুর রহমান, মাদ্রাসা দাতা সদস্য মীর আলেয়া, সাংবাদিক মীর জুবায়ের আলমসহ সাংবাদিক এস এম জিলানী আখনজী, শংকর শীল প্রমূখ। উল্লেখ্য যে, দাতা সদস্য সাংবাদিক মীর জুবায়ের আলম ২০১৯ সালে মাদ্রাসাটি স্থাপিত করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে।