Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভূয়া সাংবাদিকের ছড়াছড়ি ॥ বিপাকে পেশাদাররা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভূয়া সাংবাদিকের ছড়াছড়ি, গাড়িতে প্রেস লিখে করছে চাঁদাবাজি ও চাপাবাজি। তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার জাল পরিচয়পত্র ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করে। এতে বিপাকে পড়ছেন পেশাদার সাংবাদিকরা। এছাড়া তাদের মোটরসাইকেলেও লাগানো থাকে টেলিভিশন চ্যানেলের স্টিকার। এরা এমনভাবে টেলিভিশন চ্যানেলের স্টিকার ক্যামেরায় লাগিয়ে নেয় এটা কি টেলিভিশন চ্যানেলের বুঝা বড় দায়। বর্তমানে শত শত ইউটিউব টেলিভিশন চ্যানেল বের হয়েছে তা কোনটা আসল আর কোনটা নকল বুঝার কোন উপায় নেই। এইসব ভূয়া সাংবাদিকদের ঠাটবাট এমন যে তাদের সাধারণ মানুষ সহজে ধরতে পারেন না। এমনকি পেশাদার সাংবাদিকরাও তাদের দেখে মাঝে মধ্যে বিভ্রান্ত হন। আর ক্যামেরায় জাল স্টিকার লাগিয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করা হচ্ছে তাদের মূল কাজ। এ ক্ষেত্রে শুধু পুলিশকে উদ্যোগ নিলেই হবে না, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সাংবাদিক ইউনিয়নকে ভূয়া সাংবাদিক চিহ্নিত করতে ব্যবস্থা নিতে হবে। নয়তো সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা ও বিশ^াস কমে যাবে। আর পেশাদার সাংবাদিকরা বিব্রতকর অবস্থায় পড়বেন। গণমাধ্যমের কর্মী পরিচয় দিয়ে ভয়াবহ প্রতারণা করছে। তারা পত্রিকায় খবর ছাপানোর ভয় দেখিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিচ্ছে টাকা। এ সকল ভূয়া সাংবাদিকদের আখড়া এখন নবীগঞ্জ উপজেলা এলাকায়। কথিত সাংবাদিক পরিচয় দেয়া এসব ব্যক্তির হাতে বিভিন্ন ধরনের প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তারা শুধু নামসর্বস্ব পত্রিকা বা অনলাইনের আইডি কার্ড বহনই করেন না বরং মূল ধারার জাতীয় দৈনিক কিংবা টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়েও মানুষকে জিম্মি করছেন। বেশ কিছু ভুয়া ও অখ্যাত পত্রিকা এবং অনলাইনের সাংবাদিক পরিচয়ে অনেকে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন। সাংবাদিক’ পরিচয় দিয়ে নিরীহ লোকজনকে নানাভাবে হয়রানি করছে বলেও এন্তার অভিযোগ উঠেছে।