Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঈদের পর টমটমের ভাড়া নির্ধারণ হবে জেলা প্রশাসকের আশ^াসে কর্মসূচি স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ঈদের পর সকলকে সাথে নিয়ে শহরে টমটম ভাড়া নির্ধারণ করা হবে জেলা প্রশাসকের এমন আশ^াসে যাত্রী কল্যাণ পরিষদের মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে নেতৃবৃন্দ জানিয়েছেন, ঈদের পর যদি সর্বনিম্ন ভাড়া ৫ টাকা বহাল না করা হয় তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। গতকাল মঙ্গলবার দুপুরে যাত্রী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক নেতৃবৃন্দকে আশ^স্থ করেন ঈদের পর শহরে টমটম ভাড়া সর্বনিম্ন ৫ টাকা করে ৯ দফা দাবী বাস্তবায়ন করা হবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রোটারিয়ান মহসিন চৌধুরী, হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী সাধারণ সম্পাদক এস, এম হেলাল, সিনিয়র সহ-সভাপতি আবু নাসের শাহিন, সহ-সভাপতি দেওয়ার ঝুটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল হাসান রিয়াজ, সাংগঠনিক সম্পাদক জীবন গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক মুহিনুল ইমরান, মো: শাহজাহান মিয়া, সাংবাদিক ফয়ছল মিয়া, দপ্তুর সম্পাদক এস এম রাজন আহমেদ, সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক আফজল আহমেদ, সহধর্ম বিষয়ক সম্পাদক রায়হান রাশেক, মহিলা বিষয়ক সম্পাদক সাংবাদিক সাহেনা আক্তার, সম্মানিত সদস্য সাংবাদিক জুয়েল চৌধুরী, সোলাইমান চৌধুরী, জামান রাকিব, রিয়াজুর রহমান নাহিন প্রমুখ।