Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও ইফতার মাহফিল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৬ মার্চ) বিকেল ৩ টায় নবীগঞ্জ পৌরসভা পরিষদ প্রাঙ্গণে নবীগঞ্জ পৌরসভার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌরসভার জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক ও কাউন্সিলর মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের সংগঠক মো. আব্দুর রউফ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, কাউন্সিলর মো. নানু মিয়া। উপস্থিত ছিলেন, কাউন্সিলর যুবরাজ গোপ, সৈয়দা নাসিমা বেগম ও পূর্ণিমা রানী দাশ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, সাংবাদিক মুহিবুর রহমান চৌধুরী তছনু, মোঃ হাসান চৌধুরী, সাগর মিয়া, তুহিন আলম রেজওয়ানসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সুধীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক। পবিত্র গীতাপাঠ করেন স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। প্রধান অতিথি বলেন- “জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অধিকাংশই আজ জীবিত নেই। যাঁরা আমাদের মাঝে জীবিত আছেন তাঁদের কাছ থেকে দেশের তরুণ প্রজন্মকে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।” তিনি মুক্তিযোদ্ধাদের কথামালা শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং অতিথিবৃন্দ সহ সবাইকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়।