Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে প্রাইমারী স্কুলে প্রহরী নিয়োগে অনিয়ম

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উক্ত পদে ২৬টি প্রাইমারী স্কুলের মধ্যে ২২টিতেই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ মে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় ১ম স্থান অর্জনকারী অনেকেই নিয়োগ থেকে বাদ পড়েছেন। এনিয়ে এলাকাবাসীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
মাধবপুর উপজেলার বাঘাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগ পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী হিরেন্দ্র সরকারের ছেলে হরেকৃষ্ণ সরকার জানায়, সে মেধা তালিকায় ১ম স্থান অর্জন করলেও ২য় স্থান অর্জনকারী শাহানুর রহমান নিয়োগ লাভ করে। মাধবপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ওই স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে সুপারিশ করা স্বত্বেও হরেকৃষ্ণ সরকার উক্ত পদে নিয়োগ পায়নি। নিয়োগে অনিয়ম ও দুর্নীতি করার অভিযোগে উপজেলার বিভিন্ন গ্রামের লোকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এব্যাপারে তারা আন্দোলনে নামবেন বলেও হুশিয়ারি উচ্চারন করতে দেখা গেছে।