Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের বিভাগীয় মহা-সমাবেশ ॥ তত্ত্বাবধায়ক বা দলীয় নয়, কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করতে হবে-আল্লামা এম এ মতিন

স্টাফ রিপোর্টার ॥ কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধ, জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ব্যবস্থাপনায় গতকাল ১১ মার্চ শনিবার সকাল ১০ টায় হবিগঞ্জ পৌর ময়দানে সিলেট বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন। প্রধান বক্তা ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ। প্রধান অতিথি বলেন, আমাদের দেশে নির্বাচন ঘনিয়ে আসলেই এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। ক্ষমতায় থাকার জন্য ও ক্ষমতায় যাওয়ার জন্য এ অসুস্থ প্রতিযোগিতার বলী হয় সাধারণ জনগণ। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ভুলন্ঠিত হচ্ছে বার বার। এ অবস্থা আর চলতে পারে না। আমরা চাই দেশে সুস্থধারার রাজনীতির বিকাশ হোক, জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হোক। এ জন্য চাই স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। আইন পাশ করে নির্বাচন কমিশনকে শক্তিশালী ও কার্যকর স্বাধীন করতে হবে। অনির্বাচিত তত্ত্বাবধায়ক বা দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারেনা এবং নিরপেক্ষ, অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্পাদনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যে স্থায়ী সমাধান নয় তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন দেশের অধিকাংশ মানুষ সূফিবাদী। অথচ সুফিবাদীরা দেশে সবচেয়ে অবহেলিত ও অধিকার বঞ্চিত। সুফিবাদী আলেম ও কর্মীদের কোন হত্যা বিচার হয় নি। বায়তুল মুকাররম, ইসলামিক ফাউন্ডেশনসহ কোথাও সুন্নি জনতার প্রতিনিধিত্ব নেই। দেশের উপজেলা পর্যায়ে নির্মাণাধীন ৫৬০ টি মডেল মসজিদের অধিকাংশই আজ স্বাধীনতা বিরোধী উগ্রবাদীদের দখলে। আমরা সুফিবাদী জনতাকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলমের সভাপতিত্বে মহাসমাবেশ উদ্বোধন করেন, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী হারুন। মাওলানা আব্দুল মুহিত হাসানী, মাওলানা সাইফুল মোস্তফা ও নুরুল হক চিশতীর যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, এম.সোলায়মান ফরিদ, সৈয়দ মুজাফ্ফর আহমদ মুজাদ্দেদী, শাহ জালাল আহমদ আখঞ্জি, অধ্যক্ষ আলী মুহাম্মদ চৌধুরী, অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী, জসিম উদ্দিন সিদ্দিকী, অধ্যাপক শেখ শহিদুল ইসলাম, সুলায়মান খান রব্বানী, সৈয়দ মুহাম্মদ আবু আযম, আজিজুল ইসলাম খান, মাওলানা কাজী কুতুব উদ্দীন, ডাঃ এস.এম সরওয়ার, যুবনেতা আবু নাসের মোহাম্মদ মুসা, জাহিদুল ইসলাম বিএসসি, হাবিবুর রহমান হাবিব, কাউছার আহমদ রুবেল, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের, সৈয়দ মোহাম্মদ আলী বশনী, জেলা ছাত্রসেনা সভাপতি এম.এ কাদির প্রমুখ নেতৃবৃন্দ।