Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের বাণিজ্যিক এলাকার জহিরুন্নেছা চৌধুরীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার শংকর (জয়তুন) বস্ত্রালয়ের স্বত্তাধিকারী মরহুম ওয়ারিশ চৌধুরীর স্ত্রী জহিরুন্নেছা চৌধুরী গতকাল রবিবার (১০ আগস্ট) বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ এশা শ্রীমঙ্গল থানা জামে মসজিদে মরহুমার ১ম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বাদ জোহর হবিগঞ্জ শহরের সওদাগর জামে মসজিদে মরহুমার ২য় জানাযা ও বাদ আছর নবীগঞ্জ উপজেলার মহাসড়ক সংলগ্ন আনগাঁও গ্রামে ৩য় জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, মরহুমার ইংল্যান্ড প্রবাসী ৩ ছেলে লিটন চৌধুরী, তুহিন চৌধুরী ও তৌহিদ চৌধুরী আজ সোমবার সকালে দেশে ফিরবেন।
বিভিন্ন মহলের শোক ঃ জহিরুন্নেছা চৌধুরীর মৃত্যুতে এমপি এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী গভীর শোক করেছেন। সংবাদপত্রে প্রদত্ত পৃথক বিবৃতিতে তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।