Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অবৈধভাবে তেল বিক্রি করায় ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ভোক্তা অধিকারের অভিযানে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মাহমুদপুরে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন তেল বিক্রি করায় মেসার্স স্কোর কনজুমার প্রডাক্টস নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযোগকারী জানান, আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা তাকে প্রদান করা হয়নি। উপস্থিত সময়ে জরিমানার কাগজে অভিযোগকারীর নাম উল্লেখ না করে পেশকারের নাম উল্লেখ করা হয়। এ ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। অভিযোগকারীসহ কয়েকজন বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেছেন। ভোক্তা অধিকারের বিরুদ্ধে এরকম অভিযোগ অনেকদিনের। গতকাল রবিবার (৫ মার্চ) দুপুরে হবিগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা অভিযান চালিয়ে এ জরিমানা করেন। জানা যায়, ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মর্তুজ আলীর পুত্র ইসমাইল মিয়া বিএসটিআই থেকে দুটি তেলের ব্রান্ড এর অনুমোদন এনে অবৈধভাবে আরো ৪টি তেলের ব্রান্ড অবৈধভাবে বাজারজাত করে আসছিলেন। নিয়মকানুন না মেনে কোন মেশিনের সাহায্য ছাড়াই অবৈধভাবে পন্য মোড়কজাত করায় তাকে জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করেন র‌্যাব ৯ এর একটি টিম।