Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভূয়া সনদে দলিল লিখার অভিযোগে মাধবপুর চারাভাঙ্গা সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লিখক মনু অবাঞ্চিত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চারাভাঙ্গা সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল জলিল মনু মিয়াকে ভূয়া সনদ দিয়ে দলিল লিখার অভিযোগে সাবরেজিষ্ট্রি অফিসে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে।
গত বৃহস্পতিবার চারাভাঙ্গা সাবরেজিষ্ট্রি অফিসের রেজিষ্ট্রার শাহ জামাল মোল্লার সভাপতিত্বে অনুষ্টিত দলিল লিখকদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, দলিল লিখক আব্দুল জলিল মনু ভূয়া এসএসসি পাশ সনদ দিয়ে দীর্ঘ দিন যাবত উক্ত সাবরেজিষ্ট্রি অফিসে দলিল লিখকের কাজ করছিল। সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হলে জেলা রেজিষ্ট্রার বিষয়টি তদন্ত করলে আব্দুল জলিলের ভূয়া এসএসসি সনদের বিষয়টি ধরা পড়ে। এ প্রেক্ষিতে আব্দুল জলিলের সনদ বাতিল করেন জেলা রেজিষ্ট্রার। সনদ বাতিল হলেও আব্দুল জলিল চারাভাঙ্গা সাবরেজিষ্ট্রি অফিসে গিয়ে জমির দালালীসহ নিজেকে দলিল লিখক হিসেবে পরিচয় দিয়ে রেজিষ্ট্রি করতে আসা জমি মালিকদের সাথে প্রতারণা করে আসছিল। এ প্রেক্ষিতে অন্যান্য দলিল লিখকরা সাবরেজিষ্ট্রারের নিকট অভিযোগ দিলে গত বৃহস্পতিবার আব্দুল জলিল মনুর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন সাবরেজিষ্ট্রার শাহ জামাল মোল্লা।