Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জ জেলা সম্মেলন গত ২৬ ফেব্রুয়ারী সকাল ১১টায় শহরের আনোয়ারপুর বাইপাসে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী শ্রমিক সমাবেশ জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন ঘোষনা করেন বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ সংগঠনের পতাকা উত্তোলন করেন সম্মেলনের সভাপতি পীযূষ চক্রবর্তী। পলাশ চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাধক আরিফুল ইসলাম নাদিম, বামজোটের নেতা এডভোকেট জুনায়েদ আহমেদ, নাগরিক আন্দোলনের সহ-সভাপতি হুমায়ুন খান, আবুল কাশেম রুবেল, আশরাফুল আলম সবুজ, মুখলেছুর রহমান, মুজিবুর রহমান, ছাত্রনেতা ইমদাদ মোহাম্মদ, এনামুল হক, আব্দুল কাইয়ুম, মহসিন আহমদ, স্বপন গোপ প্রমুখ। সভায় বক্তাগন বলেন শ্রমজীবি মানুষ ভিক্ষা চায় না কর্মসংস্থানের নিশ্চয়তা চায়। তাই শ্রমিকদের ন্যায় সংগত দাবীকে উপেক্ষা না করে মেনে নেওয়ার আহ্বান জানান। অনতিবিলম্বে ব্যাটারী চালিত যানবাহনের লাইসেন্স রুট পার্মিট প্রদান ও শ্রমিকের জন্য রেশনসহ ১০ দফা দাবী উত্তাপন করা হয়। সমাবেশ শেষে শ্রমিকদের একটি সু-স্বজ্জিত লাল পতাকা মিছিল হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। সম্মেলনে পীযূষ চক্রবর্তীকে সভাপতি, ধনু মিয়াকে কার্যকরী সভাপতি আবুল হাশেমকে সাধারন সম্পাদক ও পলাশ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি এনামুল হক, জালাল উদ্দিন তালুকদার, সামছু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, আলমগীর মিয়া, কোষাদক্ষ্য রাহিমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পলাম চৌধুরী, দপ্তর সম্পাদক শেখ মো: সুমন মিয়া, আইন ও দরকষাকষি সম্পাদক মহসিন আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার। নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে আবুল কাশেম রুবেল, আব্দুল আলী, আব্দুল ছাত্তার, মো: আলমগীর, মো: আলীম উদ্দিন, স্বপন গোপ, মৃদুল কান্তি রায়, রঞ্জন রায়, ফরিদ মিয়া, বশির আহমেদ, মকসুদ মিয়া, ফারুক মিয়া, আছকির মিয়া, আব্দুল কাইয়ুম, বজলুর রহমান, হেলাল খান, আব্দাল মিয়া, রাজন আহমেদ, মো: মিফতা, গোলাম রব্বানি, জিলু মিয়া, দুলাল মিয়া, আনোয়ার হোসেন, সেলিম মিয়া।