Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মন্নান এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১১সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ও করচা বড়আব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপেন্দ্র চন্দ্র দাশকে সভাপতি ও জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুমকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহিদ, সহ-সভাপতি নিতেন্দ্র চন্দ্র দাস, সহ-সভাপতি মোঃ মাসুদ মিয়া, সহ-সভাপতি (মহিলা) আছিয়া খাতুন, সিনিয়র যুগ্ন সম্পাদক দিপু চন্দ্র গোপ, যুগ্ম সম্পাদক সজল কান্তি গোপ, যুগ্ম সম্পাদক (মহিলা) ভক্তি রানী দেব, সহ সম্পাদক বাবুল চন্দ্র তালুকদার, সহ সম্পাদক (মহিলা) নীলিমা আক্তার, মহিলা সম্পাদক নূরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খান, অর্থ সম্পাদক নুপুর কুমার দেব, দপ্তর সম্পাদক আশরাফুল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, শিক্ষা সম্পাদক খুর্শেদ আলম, সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর আলম খান, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক গুরুদাস বনিক, যোগাযোগ সম্পাদক আওতাদ উল্লা খান জনি, প্রচার সম্পাদক মোঃ তাজ উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক প্রিয়তোষ সরকার, ক্রীড়া সম্পাদক সাহেদ মিয়া, আইন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন সম্পাদক অধীর চন্দ্র দাস, সমবায় সম্পাদক গিয়াস উদ্দিন, কাব স্কাউটিং সম্পাদক ইব্রাহীম চৌধুরী রাহিল, কল্যান ট্রাস্ট বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, সদস্য মোশাররফ হোসেন চৌধুরী, রনধীর দাস, কল্যান কান্তি গুপ্ত, সুজিত নারায়ন দাশ, সীমা রানী চৌধুরী, মেহেরুন্নেছা, লুৎফুন নাহার।