Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহীদ মিনারে অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অব বাংলা কমিটির শ্রদ্ধাঞ্জলি

অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ আন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অব বাংলা এজ এন অফিশিয়াল ল্যাগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস এর পক্ষ থেকে বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে। ৫২ এর ভাষা আন্দোলনে সকল শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অব বাংলা এজ এন অফিশিয়াল ল্যাগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস এর কেন্দ্রীয় মহাসচিব তোফাজ্জল হোসেন চৌধুরী। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, সদস্য আব্দুর রশিদ ভুইয়া, মিসেস নাজিয়া রশিদ, ডাক্তার আব্দুল খালেক, আব্দুল কাদের আবুল, কামাল আহমেদ, মারুফ আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ। আন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অব বাংলা এজ এন অফিশিয়াল ল্যাগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস। ঢাকা চাপ্টার কমিটির পক্ষ থেকেও ঢাকা জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ হাসান, সদস্য ডিএম সাকলায়েন সহ ঢাকা চাপ্টার কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
এদিকে যথাযোগ্য মর্যাদায় অর্গেনাইজেশন ফর দ্যা রেকগনিশন অফ্ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্ দা ইউনাইটেড নেশনস সাউথ ওয়েলস শাখার পক্ষ থেকে গত ২৬ শে ফেব্রুয়ারী বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাউথ ওয়েলস শাখার সভাপতি বিশিষ্ট কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ শাফি কাদির এর পরিচালনায় বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। এখানে উল্লেখ্য যে, মাতৃভাষার টানে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত, মাল্টিকালচারেল,ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে গত ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ৫২ এর ভাষা শহীদানদের অমর স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানের মতো ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে ভাষা শহীদানদের প্রতি বিমম্র শ্রদ্ধা জানিয়েছেন অর্গেনাইজেশন ফর দ্যা রেকগনিশন অফ্ বাংলাএ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্ দা ইউনাইটেড নেশনস সাউথ ওয়েলস শাখার নেতৃবৃন্দ।