Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে বাস-মাইক্রো-মোটর সাইকেলের ত্রিমূখী সংঘর্ষ ॥ দু’সহোদরসহ নিহত ৭

সোহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দু’সহোদরসহ ৭ জনের প্রাণহানী ঘটেছে। এর মধ্যে ঘটনাস্থলে ৪ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ২ জন এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে নেয়ার পথে আরও ১ জন মারা যায়। এ ছাড়াও আহত হয়েছেন আরও ৮ যাত্রী। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুরের অদুরে তুঘলি নামক স্থানে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ প্রাণহানীর ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়।
নিহতদের মধ্যে ৩জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে- মোটরসাইল আরোহী বাহুবল উপজেলার যশপাল গ্রামের লকুছ মিয়ার দুই পুত্র চাউল ব্যবসায়ী খোকন (৩০) ও রুকন (২৬) এবং মাইক্রোবাস চালক সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার মঙ্গলাবাজার এলাকার দেলোয়ার (৩০)। এছাড়া নিহত অপর ৪ মাইক্রোবাস আরোহীর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর বাজারের অদূরে তুগলী নামক স্থানে সিলেটগামী একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৯৪১৮) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে একই দিক থেকে আসা যাত্রীবাহী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-মেট্রো-ব-১১-৫৮৮৩) সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মাইক্রোবাসটি বাসের সামনের অংশ ছিড়ে ভেতরে ঢুকে যায়। এতে মাইক্রোবাসটি ধুমড়ে-মুছড়ে যায়। ধুমড়ে-মুছড়ে যাওয়া মাইক্রোবাসে আটকা পড়ে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকসহ ৩ যাত্রী এবং মোটরসাইকেল আরোহী রুকন মিয়া (২৬) নিহত হন। গুরুতর আহতাবস্থায় বাহুবল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাইক্রোবাসের আরো ২ যাত্রী নিহত হন। মোটরসাইকেল আরোহী নিহত রুকন মিয়ার ভাই খোকন মিয়াকে (৩০) সিলেট নিয়ে যাওয়ার পথে আউশকান্দি নামক স্থানে মারা যান। ঘটনার পরপর স্থানীয় বিক্ষুুব্ধ জনতা অবরোধ সৃষ্টি করে। এতে রাস্তার উভয় পার্শ্বে বিপুল পরিমাণ যান-বাহন আটকা পড়ে। সন্ধ্যা ৬টার দিকে জনতা অবরোধ তোলে নিলে প্রায় ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান পিপিএম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শুক্রবার সকালে হবিগঞ্জের লাখাই সড়কে ১ জন ও হবিগঞ্জের নবীগঞ্জ সড়কে আরও ১ জন মারা যায়।