Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ওস্তাদ মোঃ বাবর আলী খান-এর ৩৮ তম মৃত্যবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ সকাল ৯টায় করব জিয়ারত, বাদ আছর কলেজ কোয়ার্টার জামে মসজিদে মিলাদ মাহফিল, এতে মরহুমের আত্মীয় স্বজন ও শভাকাংখী বৃন্দকে আমন্ত্রন জানানো যাচ্ছে।
সিলেট বেতার কেন্দ্রের সাবেক মিউজিক প্রডিউমার এবং সুরবিতান ললিতকলা প্রশিন কেন্দ্রের, হবিগঞ্জের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওস্তাদ বারব আলী খান হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব। হবিগঞ্জবাসী গর্ববোধ করতে পারেন যাঁদের জন্ম নিয়ে তাঁদের একজন বাবর আলী খান। ওস্তাদজী হিসেবে ঘরে ঘরে তাঁর পরিচয়। তিনি নেই আছে তাঁর কর্ম। সারাদেশ ছাড়িয়ে আছে তাঁর ছাত্র ছাত্রী গুনগ্রাহী। প্রয়াত খ্যাতিমান কণ্ঠ শিল্পী সুবীর নন্দীর সংগীতে হাতে খড়ি বাবর আলী খান এর কাছে। দেশ ও দেশের বাহিরে বিভিন্ন অনুষ্ঠানে সুবীর নন্দী পরম কৃতজ্ঞতার সাথে ওস্তাদজীকে স্বরণ করতেন। তাঁর বহু ছাত্র-ছাত্রী রেডিও, টেলিভিশনের নিয়মিত শিল্পী। সেবা করেছেন এ অঞ্চলের ছেলে-মেয়েদের আমরা তাঁকে স্মরন করি শ্রদ্ধার সাথে।