Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ সমাবেশে বক্তাগণ- মন্ত্রীর বক্তব্য মুসলিম উম্মার ঈমান আক্বিদা পরিপন্থী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার তাহিরপুর মাদ্রাসা প্রাঙ্গনে এক অনুষ্টানে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, আলেম সমাজ সম্পর্কে দেয়া বক্তব্যের প্রতিবাদে নবীগঞ্জে আলেম সমাজ সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে ঘোষিত কর্মসূচীর প্রথম দিন গতকাল শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুম্মার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে লোকজন নবীগঞ্জ নতুন বাজার মোড়ে সমবেত হয়। পরে রাজা কমপ্লেক্সের সামনে সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি কাজী মাওঃ হাসান আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওঃ আব্দুর রকিব হক্কানী ও মাওঃ মোস্তফা আল হাদীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, সংগ্রাম পরিষদের উপদেষ্টা মন্ডলীর সভাপতি কাজী মাওলানা হারুনুর রশীদ চৌধুরী, উপদেষ্টা সদস্য মাওলানা মোশাহিদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, মাওলানা রুহুল আমীন, তৌহিদুল ইসলাম চৌধুরী, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা কাজী মাহবুব আহদ, মাওলানা শুয়াইব আহমদ চৌধুরী, মাওলানা নাজুমুল ইসলাম সাদিক, হাফিজ নজমুল হুদা, হাফিজ আব্দুল মুকিদ পাঠান, মাওলানা আলী আক্কাছ মোল্লা, মাওলানা মোফাজ্জল হোসেন, প্রমূখ। সমাবেশে বক্তাগণ বলেন, নায়েবে নবী হিসেবে খ্যাত উলামা সমাজ, আলেম তৈরীর কারখানা রাসুল (সঃ) এর বাগান মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষা এবং কোরআনের শাশ্বত বিধান পর্দাকে নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রীর দৃষ্টতাপূর্ণ অশালীন বক্তব্য অমার্জনীয় ও মুসলিম উম্মার ঈমান আকীদার মুলে কুঠারাঘাত করেছে। তারা বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল একজন মন্ত্রী হয়ে সৈয়দ মহসীন আলী প্রকাশ্যে মুসলিম উম্মার ঈমান আক্বিদা পরিপন্থী এ ধরনের বক্তব্য ও মন্তব্য কোন ধর্মপ্রাণ মুসলমান মেনে নিতে পারে না। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা অনতিবিলম্বে সমাজকল্যাণ মন্ত্রীর আলেম সমাজদের নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করে মুসলীম জাতীর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান। এবং মন্ত্রী পরিষদ থেকে এ রকম দায়িত্বহীন মন্ত্রীকে অপসারণের জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান। অন্যথায় শুধু নবীগঞ্জে নয়, সারা বাংলাদেশের আলেম সমাজ ও উলামাদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। সমাবেশ থেকে আগামী রবিবার সকাল ১১ টায় সমাজকল্যাণ মন্ত্রীর অপসারণের দাবীতে মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষনা করা হয়েছে। পরে নতুন বাজারস্থ আব্দুল মতিন চৌধুরী স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিণ করে।