Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে মহান শহীদ দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক্স টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান শাকিল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্স রুম অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আলাউদ্দিন। পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন, বিভিন্ন ডিপার্টমেন্টে এর বিভাগীয় প্রধান মোঃ সেলিম চীফ ইন্সট্রাক্টর (কম্পিউটার), মোঃ আহসান কবীর, চীফ ইন্সট্রাক্টর (সিভিল), মোঃ মেহের উল করিম, চীফ ইন্সট্রাক্টর (কম্পিউটার), রেজিস্টার মোঃ তোফায়েল আহমেদ, ইন্সট্রাক্টর (গণিত), ইলেকট্রনিক্স টেকনোলজি বিভাগের শিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান, বিভিন্ন ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর (টেক/নন টেক), জুনিয়র ইন্সট্রাক্টর, ক্রাফট ইন্সট্রাক্টর, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের জন্য বিভিন্ন ইভেন্টে ছিল তার মধ্যে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর মোঃ মাহমুদুল হাসান।