Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদন্ড

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে অসাধু ব্যবসায়ীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের রায়ের পর ওই অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারের রুমানা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আনোয়ার মিয়াকে জেল-জরিমানা করেন ইউএনও পদ্মাসন সিংহ’র ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ও গ্রেফতার হওয়া আনোয়ার যাত্রাপাশা গ্রামের গড়পাঁড় হাটির রজব আলীর পুত্র। জানা যায়, ভেজাল কীটনাশক বিক্রি করে কৃষকের সাথে প্রতারণার দায়ে অসাধু ব্যবসায়ী আনোয়ারকে নগদ ১ লাখ টাকা জরিমানা আদায়সহ ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পদ্মাসন সিংহ।
এলাকাবাসী জানিয়েছেন, উপজেলা সদরের বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকরা রুমানা এন্টারপ্রাইইজ নামের এই দোকান থেকে ভেজাল কৃষি উপকরণ ক্রয় করে দীর্ঘদিন যাবত প্রতারিত হয়ে আসছিলেন। বিষয়টি বানিয়াচং উপজেলা কৃষি অফিসের নজরে আনা হলে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক। বুধবার একদল পুলিশ নিয়ে রুমানা এন্টারপ্রাইজে উপস্থিত হন ইউএনও পদ্মাসন সিংহ। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল কিটনাশক উদ্ধার করেন। ভ্রাম্যমাণ আদালত রুমানা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আনোয়ার হোসেনকে তাৎক্ষণিক ১ লক্ষ টাকা জরিমানাসহ ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।