Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গঠনতন্ত্র পরিপন্থি কাজ ও অনিয়মের অভিযোগে জালালাবাদের সাধারণ সম্পাদক মইনুল ইসলামকে অব্যাহতি হেলাল ও শেফাজকে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ রিপোর্টার ॥ সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি কাজ ও নানা অনিয়মের অভিযোগে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সাধারণ সম্পাদক মঈনুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনটির প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সাথে সংগঠনের সাবেক সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এছাড়াও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি দুপুর ২ টায় নিউইয়র্কের ব্রঙ্কসস্থ নিরব রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র বোর্ড অফ ট্রাস্ট্রি ও কার্যকরি কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাস্টি বদরুন নাহার খান মিতা, সায়দুন নূর, কওছারুজ্জামান কয়েছ, সংগঠনের সহ-সভাপতি সফিউদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হোসেন আহমেদ, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমেদ খান, কার্যকরী সদস্য শামীম আহমদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক। সভায় সর্বসম্মতিক্রমে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র ইতিপূর্বে শোকজ প্রাপ্ত বর্তমান সাধারণ সম্পাদক মঈনুল ইসলামকে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৬ ধারা ৭ (ক), অনুচ্ছেদ- ৯ (গ), (ঘ), অনুচ্ছেদ ১৬ (৬) ধারার সুস্পষ্ট লঙ্গণের দায়ে তাকে সংগঠন বিরোধী কর্মক্রমের দায়ে সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হয় এবং সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় সংগঠনের সাবেক সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজকে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৬ ধারা ৭ (ক), অনুচ্ছেদ-৯ (গ) (ঘ), অনুচ্ছেদ ১৬ (৬) ধারার সুস্পষ্ট লঙ্গণ এবং সংগঠন বিরোধী কার্যক্রম ও সংগঠনের অর্থ তসরুফের দায়ে তাদের আজীবন সদস্য পদ বাতিল কেন করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন কার্যকরি কমিটির উপরে রেখে যাওয়া বিদায়ী কমিটির নিউ জার্সিস্থ কবরস্থানের মর্গেজ পেমেন্ট আগামীতে জালালাবাদ বাসির স্বার্থে কমিটির নেতৃবৃন্দ এবং কার্যকরি কমিটির কাছ থেকে অর্থ আদায় করে আগামীতে পেমেন্ট দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতি তার বক্তব্যে সংগঠনের সার্বিক কল্যাণের লক্ষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের ঐতিহ্য রক্ষায় সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।