Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নুরুল হেরা জামে মসজিদে জুমার খুৎবায় মাসরুরুল হক পারস্পরিক শ্রদ্ধাবোধ হচ্ছে ইসলামের ভিত্তি

এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার নুরুল হেরা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক বলেছেন- ইসলামে পারস্পরিক শ্রদ্ধাবোধকে গুরুত্ব দেয়া হয়েছে। একজন আলেম আরেকজন আলেমকে শ্রদ্ধা করবে, একজন সাধারণ মানুষ আরেকজন সাধারণ মানুষকে শ্রদ্ধা করবে, বিপদে আপদে একজন আরেকজনের পাশে এসে দাড়াবে, এটাই ইসলামের শিক্ষা। একজন মুসলমান আঘাত প্রাপ্ত হলে অন্য মুসলমান ব্যতিত হবে এটাই হওয়া উচিত। বাস্তবতা হচ্ছে এর সম্পুর্ন বিপরীত মেরুতে আমরা বসবাস করছি। বর্তমানে একজন মুসলমানের শত্রু হচ্ছে আরেকজন মুসলমান, একজন আলেমের শত্রু হচ্ছে আরেকজন আলেম। একই দস্তারখানায় খাবার গ্রহনকারী কোনো কোনো আলেম এখন একজন আরেকজনের শত্রু। শত্রুতার মূল ভিত্তি কিন্তু ইসলাম নয়, বরং গুরুত্বহীন বিষয় নিয়ে বিবােেধ জড়িয়ে পড়ছেন আলেম ওলামারা। ইসলামে চতুরতার কোনো স্থান নেই, মিথ্যার কোনো স্থান নেই, ধোকাবাজীর কোনো স্থান নেই। অথচ কোনো কোনো আলেম ইসলাম প্রচারের নামে চতুরতার, মিথ্যার, ধোকাবাজীর আশ্রয় নিচ্ছেন। রাসুল (সাঃ) মিথ্যার আশ্রয় নিয়ে ইসলাম প্রচার করেননি, কোনো সাহাবীও না, প্রকৃত আলেমদের কেউই না। বর্তমানে ইসলামের নামে মুসলমানদের কেউ কেউ মিথ্যার আশ্রয় নিচ্ছেন। হিজবুত তাওহিদ নামের একটি সংগঠন মিথ্যা, ধোকাবাজী, চতুরতার আশ্রয় নিয়ে ইসলাম প্রচারের নামে ইসলামের মারাত্বক ক্ষতি করছে। তাদের ধোকায় পড়ে অনেক মুসলমান বিপথগামী হচ্ছেন। ইহুদিদের ষড়যন্ত্রের ফসল হচ্ছে হিজবুত তাওহীদ। একইভাবে ইহুদিরা আমাদের আলেম ওলামাদের মাঝেও বিভাজন সৃষ্টি করছে। কোনো বাতিল পন্থাকে সমর্থন করা যাবে না। বাতিল পন্থাকে যারা সমর্থন করবে তারা নিজেরাও বাতিল হিসাবে গন্য হবে।