Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ম্যাথ সার্কেলের আয়োজনে প্রথমবারের মতো ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বৃন্দাবন সরকারি কলেজে গৌর শংকর দাশ এর সভাপতিত্বে ও শাশ্বত দাস মান্নার সঞ্চালনায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, উপাধ্যক্ষ শফিউল আলম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক রাজেন্দ্র চন্দ্র দাস। ম্যাথ সার্কেলের পক্ষ থেকে বক্তব্য দেন ম্যাথ সার্কেলের সাধারণ সম্পাদক সৈয়দ তাহফীম অনিক। আরো বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলপনা কর্মকার, প্রভাষক তানসেন আমীন, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা এরকম উদ্যোগকে অভিনন্দন জানিয়ে সবসময় পাশে থাকার কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বিজিত কুমার ভট্টাচার্য বলেন, এ রকম উদ্যোগের ফলে হবিগঞ্জের শিক্ষার মান অনেক বেড়ে যাবে। উক্ত অলিম্পিয়াড-এ ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। আয়োজক কমিটির তত্ত্বাবধায়নে অলিম্পিয়াড এর পর পুরষ্কার বিতরণ করা হয়। ১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন পরীক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।