Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে ৫ শতাধিক পরিবারকে ২২ লাখ টাকা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট এর উদ্যোগে ও আইএফআরসি এর সহযোগিতায় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক পরিবারের মধ্যে প্রত্যক পরিবার নগদ ৪ হাজার ৫০০ টাক করে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের ভাইস-চেয়ারম্যান সফিকুল বারী আওয়াল, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এর সভাপতি মিজানুর রহমান শামীম, আইএফআরসিএর প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসান শিশির ও সোসাইটির জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি জেএডি মোহাম্মদ ফরিদুল ইসলাম, হবিগঞ্জ ইউনিট লেভেল কর্মকর্তা এস এম জাহিদুর রহমান। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শফিকুজ্জামান হিরাজ, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, পংকজ কান্তি দাস পল্লব, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট এর যুব প্রধান আশীষ কুমার কুরী, সহকারী পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন গোপ, এনডিআরটি মেম্বার তানভীর রশিদ ও মোঃ বিপ্লব হোসেনসহ হবিগঞ্জ ইউনিটের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।