Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তরপ স্কুলে নতুন ভবন উদ্বোধন করলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার তরপ উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সোমবার সকাল ১১টায় ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে বিদ্যালয়ের মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এমপি আবু জাহির ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এই ভবনটি নির্মাণ করিয়েছেন। এতে তরপ উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষের সংকট বিভিন্ন সমস্যা দূর হল।
সুধী সমাবেশে বক্তারা তরপ উচ্চ বিদ্যালয়সহ হবিগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত ও অনেক গুলো নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করায় এমপি আবু জাহিরের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সুধী সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রেখেছেন প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান।
এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, লস্করপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, পইল ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ সাহেব আলীসহ শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষাসহ সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত অভিভাবকসহ এলাকার লোকজন হাত তুলে তাঁর বক্তৃতার প্রতি সমর্থন জানান এবং দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে এমপি আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।