Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে আন্তঃ ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা মূলক সেমিনার

স্টাফ রিপোর্টার ॥ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী- ফরিদুল হক খান এমপি বলেছেন, মহানবী (সাঃ) মদিনা অবস্থানরত অবস্থায় ইহুদি, খ্রীষ্টান ও পোত্তালিক সকল ধর্মের মানুষকে নিয়ে শান্তি চুক্তির মাধ্যমে একসাথে বসবাস করেছিলেন, তাহলে আমরা বাংলাদেশে মুসলমান, হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ মিলে মিশে একসাথে শান্তিতে কেন বসবাস করতে পারবো না। তিনি গতকাল ১২ ফেব্রুয়ারী জেলা শিল্পকলা একাডেমিতে আন্তঃ ধর্মীয় সম্প্রতি ও সচেতনামুলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ধর্মীয় সম্প্রতি ও সচেতনা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ও ইসলামিক ফাউডেশন হবিগঞ্জ এর সহযোগীতায় এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ানম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলের সাধারণ সম্পাদক এড. মোঃ আলমগীর চৌধুরী, প্রসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা চেয়াম্যান এস. এফ. এ. এম. শাহজাহান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, লাখাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড. মোঃ মুশফিউল আলম আজাদ, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান প্রমুখ। এছাড়াও ৯টি উপজেলার ইউএনও এবং হবিগঞ্জ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।