Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আওয়ামী লীগের সম্মেলনে এমপি আবু জাহির বঙ্গবন্ধুর বুকে গুলি চালানোর সাহস পায়নি পাকিস্তানীরা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, পাকিস্তানীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুকে গুলি চালানোর সাহস পায়নি। বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড ছিল জিয়াউর রহমান। তিনি গতকাল রাতে স্থানীয় শিল্পকলা একাডেমীর মাঠে হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, হত্যার রাজনীতিতে বিশ্বাসী বিএনপি দেশে অরাজকতার চেষ্টা করছে। উন্নয়ন বাঁধাগ্রস্ত করে তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। বিএনপির জালাও-পুড়াও রুখতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খায়রুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহমান। বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়, সহ-সভাপতি শাহবাজ চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেতু, যুবলীগ নেতা মুর্শেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল কবির তরফদার টুকন, আওয়ামী লীগ নেতা সারোয়ার হোসেন বানু, মহিবুল আলম সায়েল, তৈয়বুর রহমান, আব্দুস সালাম প্রমুখ। উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি অমিয় রায়, আব্দুল মজিদ, মোঃ দেওয়ান মিয়া, দেওয়ান মোস্তাক গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সংগ্রাম, জিয়াউদ্দিন আহমেদ, মোঃ আরব আলী, সেলিম চৌধুরী, জসিম উদ্দিন, মোস্তফা মিয়া মাস্টার, গোলাম মোস্তফা বা”চু, ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, অ্যাডভোকেট ইকবাল হোসেন ভূইয়া, সাইদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, আজিজুর রহমান খান, শামীম খান, আব্দুন নূর, রওশন আলী, যুবলীগ নেতা মিলন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মশিউজ্জামান। সম্মেলন শেষে আব্দুল মোতালিব মমরাজ সভাপতি ও অ্যাডভোকেট মোঃ খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।