Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নাম্বার প্লেট-শ্রমিক কার্ড-রেশন সহ ১০ দফা দাবিতে হবিগেঞ্জ অটোরিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এর স্মারকলিপি পেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ নাম্বার প্লেট-শ্রমিক কার্ড-রেশন সহ ১০ দফা দাবিতে হবিগেঞ্জ অটোরিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এর স্মারকলিপি পেশ করেছে। গত বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে অটোরিক্শা শ্রমিক মালিক সমাবেশ অনুষ্ঠিত হয়। রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে, পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও পলাশ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোঃ ধনু মিয়া, মোঃ রাহিমুল চৌধুরী, আবুল হাশেম, মোঃ ছালেক মিয়া, মোঃ আলমগীর মিয়া, মোঃ আব্দুস সাত্তার, মোঃ শামসু মিয়া, মোঃ সিজিল মিয়া, মোঃ আব্দুল জব্বার, মারফত আলী, আব্দুল আলী, মোঃ আলমগীর, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ বজলু মিয়া, স্বপন গোপ, মোঃ মহসিন আহমেদ, মোঃ আব্দুর রউফ, মোঃ টেনু মিয়া, মোঃ সজিব মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ সিরাজ আলী, মোঃ হেলাল খান, সামছুল হক, দুলাল মিয়া প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবীর প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক আইনজীবি সমিতির কেন্দ্রীয় নেতা এডভোকেট মুরলি ধর দাশ, জেলা আহবায়ক এডভোকেট রনধীর দাশ, জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য এডভোকেট জুনায়েদ আহমেদ, নাগরিক আন্দোলন হবিগঞ্জ এর সহসভাপতি হুমায়ুন খান, যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট পিনাক দেবনাথ, প্রভাষক মৃদুল কান্তি রায়, রন্জন কুমার রায়, জালাল উদ্দিন তালুকদার, ফরিদ মিয়া প্রমুখ। সভায় বক্তাগণ অনতিবিলম্বে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবী মেনে নেওয়ার আহব্বান জানান। করোনা পরবর্তী পরিস্থিতি এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির যাতাকলে শ্রমিকরা দিশেহারা। জীবন জীবিকা স্থবির হওয়ার পথে। তাই মানবিক বিবেচনায় তাদের দাবীদাবা আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান। সভাশেষে জেলা প্রসাশক ও পৌরমেয়র এর কাছে নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।