Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ বাহিনীর লড়াইকারী পূর্ববাংলার সৈনিক আবুল হোসেন আর নেই

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের চৌপট গ্রামের ব্রিটিশ সৈনিক আবুল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ….রাজিউন। গতকাল বুধবার রাত ৯টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিক কারনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ১শ, ১০ বছর। আবুল হোসেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে বিশ্বযুদ্ধে লড়াইকারী পূর্ববাংলার সৈনিক ছিলেন এবং বিশ্বযুদ্ধের ব্রিটিশ বাহিনীর পক্ষে যুদ্ধ করেন। আজ বৃহস্পতিবার সকালে আবুল হোসেনের নামাজর জনাযা হবে। উল্লেখ্য যে, ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর শুরু এবং ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর শেষ হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক পক্ষে ছিল ব্রিটিশ, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন এবং অন্য পক্ষে ছিল জার্মানি, জাপান ও ইতালি। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে বিশ্বযুদ্ধে লড়াইকারী পূর্ববাংলার যুদ্ধফেরত নয়জন বাংলাদেশি সৈনিকের তথ্য পাওয়া যায়।