Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মেয়র কাপ টুর্নামেন্টে অনিয়মের অভিযোগ এনে শাপলার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভা ক্রিকেট টুর্নামেন্টে অনিয়ম ও কমিটির বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ আনা হয়েছে। আনমনু শাপলা স্পোটিং ক্লাবের অধিনায়ক জুবেল আহমেদ সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনেন। এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শাপলা স্পোটিং ক্লাবের সাবেক অধিনায়ক কাজল আহমেদ, টিম ম্যানেজমেন্ট নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাবেদ মিয়া। গতকাল রবিবার রাতে শহরের নাঈস বাংলা চায়নিজ রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জুবেল আহমেদ।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ আন্তর্জাতিক নিয়মে সকল খেলা অনুষ্ঠিত হবে মর্মে এই খেলায় আনমনু শাপলা স্পোটিং ক্লাব অংশ নেয়। পরে দেখা যায় খেলার সকল নিয়ম ভঙ্গ করে বিতর্কের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলার প্রথম ম্যাচটিও অনিয়মের অভিযোগে ৩ ঘন্টা বিলম্বে খেলা শুরু হয়। এদিকে ১ম রাউন্ড ২য় রাউন্ড খেলায় জয়লাভ করে আনমনু শাপলা স্পোটিং ক্লাব। পরে কোয়ারটার ফাইনালেও জয়লাভ করে। সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার আগেই টুর্নামেন্টের সকল নিয়ম ভঙ্গ করে ৪টি টিমের মধ্যে লটারি মাধ্যমে খেলার চার্ট তৈরী করে আয়োজক কমিটি। গত ৪ ফেব্রুয়ারী দুপুরে লটারির মাধ্যমে খেলায় অংশ নেয় আনমনু শাপলা স্পোটিং ক্লাব বনাম আনমনু স্টার। এই খেলার শুরু থেকেই স্বনিয়োগপ্রাপ্ত লিটন কমান্ড নামে এক আম্পায়ার বার বার শাপলা স্পোটিং ক্লাবের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত দিতে থাকেন। এর কারণে মাঠে সমবেত হাজার হাজার দর্শক এই আম্পায়ারের প্রতি ঘৃণা জানান। সেমিফাইনাল খেলার এক পর্যায়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত এই আম্পায়ার দ্বারা পরিচালিত হলে কমিটির দ্বারস্থ হয় শাপলা স্পোটিং ক্লাব। কমিটি তাদের কথা অনুযায়ি কোনো নিয়ম না মেনেই শাপলার হাতে ৯ উইকেট ১৯ অভার ২ বল থাকা সত্বেও কমিটি তাদের বলয়ে আনমনু স্টারকে বিজয়ী বলে মাইকে ঘোষণা দেয়। এরপর শাপলা মাঠ ত্যাগ করে। শাপলার যৌত্তিক সেমিফাইনাল না দিয়ে ফাইনাল খেলার ঘোষণা দেওয়ার কারণে ৭ তারিখে যদি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে এর দায়ভার পৌর কর্তৃপক্ষকে নিতে হবে বলে সংবাদ সম্মেলনে হুশিয়ারি দেন শাপলার প্লেয়াররা। এ ব্যাপারে প্রশাসনের সার্বিক সহযোগিতা চায় শাপলা স্পোটিং ক্লাব। সংবাদ সম্মেলনে বলা হয়, আইনগতভাবে মেয়র কাপের অনিয়মের বিরুদ্ধে সত্য জয় প্রতিষ্ঠিত করবে শাপলা।