স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজের মাতা জামেনা খানম এবং সাবেক কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম কোহিনুরের বাবা মোঃ শাহজাহান মিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব হবিগঞ্জ প্রেসক্লাবের নামাজ ঘরে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদের পর জামেনা খানম ও মোঃ শাহজাহান মিয়ার সুস্থতার মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়ার মাধ্যমে ফরিয়াদ করা হয়। মাওলানা মোহাম্মদ রুহুল আমীন মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী ও রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু, সৈয়দ এখলাছুর রহমান খোকন, সায়েদুজ্জামান জাহির, চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও রাশেদ আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরউদ্দিন, মোফাজ্জল সাদাত মুক্তা, এএসএম নুরুজ্জামান চৌধুরী শওকত, মঈন উদ্দিন আহমেদ, ক্রীড়া সম্পাদক ফয়সল চৌধুরী, আনিসুজ্জামান চৌধুরী রতন, মুজিবুর রহমান, সদস্য মোঃ কাউছার আহমেদ, এমএ আজিজ সেলিম, সাইফুর রহমান তারেক, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ প্রমুখ। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ তার মমতাময়ী মা ও ক্লাব সদস্য আশরাফুল ইসলাম কোহিনুরের বাবার জন্য সকলের কাছে বিশেষভাবে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের মাতা ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং আশরাফুল ইসলাম কোহিনুরের পিতা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।