Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেট বিভাগীয় কবিতাকুঞ্জ শাখার উদ্যোগে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ কবিতাকুঞ্জ সিলেট বিভাগীয় শাখা উদ্যোগে বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক পৃথ্বীশ চক্রবর্ত্তীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ৪ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় সিলেট নজরুল একাডেমিতে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়। কবিতাকুঞ্জ সিলেট বিভাগীয় শাখার সভাপতি বিশিষ্ট গল্পকার শহিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জয়ন্ত রোপণ গোঞামী ও রোকসানা বেগমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোয়েটস পিডিয়া বাংলা রাইটার্স ক্লাব সিলেটের সভাপতি বিশিষ্ট লেখক রাহনামা শাব্বির চৌধুরী (মনি)। এতে প্রধান আলোচক ছিলেন গীতিকবি উত্তম কুমার চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কবি আবুল কালাম আজাদ খান, কবি জয়নাল আবেদীন বেগ, কবি রওশন আরা বাঁশি ও কবি শান্তা কামালী। বিশিষ্ট কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করেন কবি ইসমত আরা মুক্তা। বক্তব্য রাখেন সাংবাদিক আলী হোসেন, বাহা উদ্দিন বাহার, তন্ময় আব্দুল্লাহ সৃজন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। উল্লেখ্য, পৃথ্বীশ চক্রবর্ত্তী ভারত ভ্রমণের পাশাপাশি ভারতের বিশিষ্ট কবি বিউটি দাশ’র আমন্ত্রণে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ, স্বজন, ঋত্বিক সহ বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে অংশ গ্রহণ করে কয়েকদিন আগে দেশে ফিরেছেন। বক্তারা বিশিষ্ট শিশুসাহিত্যিক পৃথ্বীশ চক্রবর্ত্তী’র ভূয়সী প্রশংসা করেন এবং সাহিত্য জগতে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ছড়াকার পৃথ্বীশ চক্রবর্ত্তী তাঁর বক্তব্যে কবিতাকুঞ্জ সিলেট বিভাগীয় কমিটিকে তাঁকে সংবর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা জানান এবং এই সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।