Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে নারী শিশু নির্যাতন ও পাচার রোধে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘নারী-শিশু পাচার ও নির্যাতন করে যারা, সমাজের শত্র“ তারা’ শ্লেগান নিয়ে হবিগঞ্জে নারী শিশু নির্যাতন ও পাচার রোধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে খান ফাউন্ডেশনের প্রযুক্তির মাধ্যমে নারীর অধিকার প্রকল্পের সহায়তায় এই কর্মসূচির আয়োজন করে এসডিএম ফাউন্ডেশন। জাহানারা আফছরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন এডিএম সুলতান আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও এসডিএম ফাউন্ডেশনের সভাপতি সুব্রত বৈষ্ণব। মানববন্ধন কর্মসূচিতে সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী ও বিভিন্ন স্তরের নারী প্রতিনিধি অংশ নেন। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা গুরুত্বপুর্ণ ভূমিকা রাখলেও সব ক্ষেত্রেই তারা অবহেলিত। সমাজে নারী নির্যাতনের মাত্রা ক্রমশ বাড়ছে। এ ব্যাপারে তারা রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবী জানান।