Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের দাসেরকোণা গ্রামে হামলা ও লুটপাঠের ঘটনায় দু’সহোদরকে ২ বছরের কারাদন্ড ও জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের দাসেরকোণা গ্রামে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দুই ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আমল আদালত এর বিচারক এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হচ্ছেন, নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের দাসের কোনা গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র কনর মিয়া (৪০) ও তার ভাই কবির মিয়া (৪৫)। জানা যায়, নবীগঞ্জ উপজেলার ওই গ্রামের দ্রুত সি,আর ২০/২০২১ মামলার বাদী একই গ্রামের অসহায় মৃত ছরকুম উল্লার পুত্র বৃদ্ধ কমরু মিয়া মামলায় উল্লেখ করেন, ২০২১ সালের ১৫ জুন ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র কনর মিয়া ও কবির মিয়া সহ একদল তাদের ঘরবাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করে আতংক সৃষ্টি করেন। এ ঘটনায় পরদিন ১৬ জুন হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আমল আদালতে উল্লেখিত সাজাপ্রাপ্ত দুই আসামী সহ ১৭ জনের নাম উল্লেখ করে দ্রুত আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলাটি হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। স্বাক্ষী গ্রহন শেষে গতকাল ৩১ জানুয়ারী মঙ্গলবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আমল আদালত এর বিচারক জাকির হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে কনর মিয়া ও কবির মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এ সময় বাকি সব আসামীদের বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষণাকালে সাজাপ্রাপ্ত দুই আসামী অনুপস্থিত ছিলেন। মামলায় বাদী পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট ইন্দু ভূষণ দাশ, এডভোকেট কাজী মাজুমুর রহমান এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট বিজন চৌধুরী বলে জানা গেছে। এদিকে বৃদ্ধ কমরু মিয়া বলেন, আসামীরা এলাকায় অপচেষ্টা চালিয়ে আতংক সৃষ্টি করছেন। এতে বিবাদী পক্ষের অসহায় পরিবারের লোকজন নিরুপায় হয় পরেছে এ ছাড়া আসামীদের বিরুদ্ধে আরো একাধিক মামলা মোকদ্দমা রয়েছে।