Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গনআন্দোলনেই গনতন্ত্র পুনরুদ্ধার করা হবে-এডঃ এনামুল হক সেলিম

স্টাফ রিপোর্টার ॥ ২৫ জানুয়ারী, গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অবৈধ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজ বন্দিদের মুক্তি ও গ্যাস,বিদ্যুৎ, নিত্যপন্যের দাকমানো এবং গনতন্ত্র পুনরুদ্ধারে ১০দফা দাবীতে গতকাল ২৫ জানুয়ারী দুপুরে হবিগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ স্থানীয় মুসলিম কোয়ার্টার পয়েন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, জেলা বিএনপি সদস্য ও জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোঃ দেলোয়ার হোসেন দিলু, হবিগঞ্জ জেলা ওলামাদল সভাপতি ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ক্বারী কবির হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, জেলা আইনজীবি ফোরাম নেতা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, জেলা ওলামাদল সাধারন সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান, বিএনপি নেতা মোঃ সাইদুর রহমান, আব্দুর রউফ, সোহেল আরমান, জেলা স্বেচ্ছাসেবকদল সহ-সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুর রউফ, মহিবুল ইসলাম সোহেল, জেলা যুবদল যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরব আলী, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ টেনু মিয়া, সদস্য নূরুজ্জামান পলাশ, যুবদল নেতা শেখ আজিজুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শেখ মোঃ সোহেল, পুকড়া ইউনিয়ন বিএনপি নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ সোহেল আহমেদ, গোপায়া ইউনিয়ন বিএনপি নির্বাচিত সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আফজালুর রহমান আব্দাল, সাধারন সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সম্পাদক মোঃ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, পলিটেকনিক ছাত্রদল আহবায়ক মোঃ ইমন মিয়া, মোঃ দুলাল মিয়া, বিএনপি নেতা ডা. এস এম সালাম, মোঃ ইসহাক মিয়া, মোঃ তারা মিয়া, শেখ রাসেল, মাওলানা নজরুল ইসলাম, পৌর তাঁতীদল আহবায়ক লিটন সরকার, যুগ্ম আহবায়ক শংকর বনিক, সদর উপজেলা তাঁতীদল আহবায়ক মোঃ জিল্লুর রহমান জিলু, বানিয়াচং উপজেলা তাঁতীদল যুগ্ম আহবায়ক আবুল হাসান আছাদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আক্তার হোসেন, লিটন মিয়া, সেলিম আহমেদ,ফখরুল ইসলাম নয়ন, ছাত্রদল নেতা শহ্ আলম ইমরান, বিএনপি নেতা মোঃ আব্দুল কাদির, হারুন খান, মোঃ আব্দুর রব, মোঃ বাচ্চু মিয়া, আব্দুল ওয়াদুদ, জিয়াউল হক ফয়সল, আরিফ মিয়া, আব্দুল মন্নান, সুকুর আলী, হান্নান মিয়া, সুরুজ আলী, দুলাল মিয়া, আমীর উদ্দিন, জাকির মিয়া, তুহিন, জয়নাল, সোহেল মিয়া, আকাশ, হৃদয়, সেলিম মিয়া প্রমূখ।
সমাবেশে এনামুল হক সেলিম বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের জনগনের উপর জগদ্দল পাথরের মতো বসে দেশের প্রকৃত মালিক জনগনের বিরুদ্ধে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছে, যার ধারাবাহিকতায় গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ সকল নিত্যপন্যের মূল্য ক্রমাগত বৃদ্ধি করে জনগনকে চরম নিপীড়নে করে যাচ্ছে। অপরদিকে জনগনের নেত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিখ্যাত আলেমওলামাসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায়ভাবে বছরের পর বছর কারাবন্দী করে রেখে দেশে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। যার পরিপ্রেক্ষিতে গনতন্ত্র হত্যা দিবসে আমি দৃঢ়তার সাথে বলি এবং বিশ্বাস করি দেশের হারানো গনতন্ত্র গনআন্দোলনের মাধ্যমেই পুনরুদ্ধার করা হবে ইনশাআল্লাহ্।