Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের কলেজ কোয়ার্টার এলাকায় আইন অমান্য করে পুকুর জলাশয় ভরাট জনমনে ক্ষোভ ॥ জলাবদ্ধতার আশঙ্কা প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ৭নং ওয়ার্ডের কলেজ কোয়ার্টার এলাকায় সরকারী বিধি নিষেধ অমান্য করে পুকুর ভরাট ফেলেছে কিছু প্রভাবশালী ব্যক্তি। এতে আশঙ্কা দেখা দিয়েছে জলাবদ্ধতার। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দাবী উঠেছে প্রভাবশালী সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে পৌর মেয়র বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম ও ওয়ার্ড কাউন্সিলর শাহ্ সালাউদ্দিন আহাম্মদ টিটুসহ পৌর কর্তৃপক্ষ। অভিযোগ থেকে জানা যায়, শহরের কলেজ কোয়ার্টার এলাকায় অনামিকা কমিউনিটি সেন্টারের পিছনে প্রায় ২২০ শতক এর একটি জলাশয় ছিল। যুগ যুগ ধরে এলাকার জনগণ এ জলাশয় হতে উপকৃত হয়ে আসছে। এটি এলাকার বড় আকৃতির জলাশয় হওয়ার কারণে বৃষ্টির পানি ধারণের একটি আধার হিসাবে কাজ করত। কিন্তু বিগত ২০২০ সালে এলাকাবাসীর বাঁধা অপেক্ষা করে তখনকার সময়ের একজন জনপ্রতিনিধির সহযোগীতায় একটি প্রভাবশালী কুচক্রী মহল কম মূল্যে জমি ক্রয় করে বেশি মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে জলাশয়টি মাটি দিয়ে ভরাট কাজ শুরু করে। এ সময় এলাকার জনগণ তীব্র আপত্তি জানালেও তারা কর্ণপাত করেনি। বরং আরও হুমকি ধামকি ও ভয়ভূতি প্রদর্শন করে। উল্টো জলাশয়টি ভরাটে কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলে জানায় ওই প্রভাবশালীরা। কিন্তু খোজ খবর নিয়ে জানা যায় তারা কর্তৃপক্ষের কোন প্রকার অনুমোদন নেয়নি তাই তরিঘরি করে রাতের আধারে মাটি ফেলে ভরাট করে ফেলে। ফলে এলাকার পানি নিস্কাশন মারাত্মকভাবে ব্যহত হয়। এ ব্যাপারে পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলল শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটুর কাছে জানতে চাইলে তিনি বলেন, জলাশয় ভরাটে সরকারীভাবে নানা বিধি নিষেধ ও শর্তাবলী থাকলেও এই জলাশয় ভরাটের ক্ষেত্রে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তিনি বলেন, এই জলাশয় ভরাটের কারণে এলাকার পানি নিস্কাশনের মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এলাকার নাগরিকগণ এ ব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে। তাদের দাবী প্রশাসন যাতে এ ব্যাপারে নিরপেক্ষ ও যথাযথ তদন্তদ করে আইনী পদক্ষেপ গ্রহন করে।