Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদরাসা শিক্ষা সম্পর্কে কটুক্তি করায় জেলা তালামীযের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার ঈদ পূনর্মিলনী গতকাল সকাল ১০টায় জেলা শাখার সভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন মোঃ মন্জুরুল ইসলাম ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইসলামী সঙ্গীত শিল্পী আবু সাঈদ মোঃ সায়েম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তালামীযের সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, সহ-সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোবাশ্বির হোসাইন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ শাহেদুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, সদস্য জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, ইমরান আল ইমন, ফয়সল আহমেদ, তাহসিন আহমেদ, মোহাম্মদ আলী, শাহ ছালেহ আহমেদ, সোহেল আহমদ, শেখ ফখরুল ইসলাম বেলাল, আবু সাঈদ মোঃ সায়েম প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে লিয়াকত আলী তালুকদার বলেন, ঈদের আনন্দের মধ্যে দিয়ে তালামীয কর্মীদের উৎসাহী হয়ে ময়দানে কাজ করতে হবে। তিনি আরো বলেন, যে কেউ ইসলামী বিদ্বেষী কোন কার্যক্রম করলে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে। সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলী মাদ্রাসা ও নৈতিক শিক্ষার বিরুদ্ধে মন্তব্য করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।