Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে চেম্বারের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ তিনশ’ জন শীতার্ত নারী-পুরুষকে শীতবস্ত্র (কম্বল) দিয়েছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। চেম্বার এই শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পক্ষ থেকে। গতকাল জেলা শহরের শিরিষ তলায় উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্রগুলো তুলে দেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন মাধ্যমে শীতার্তদের তালিকা তৈরি হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) হবিগঞ্জের সভাপতি সফিকুল বারী আউয়াল, সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের সভাপতি পীযূষ চক্রবর্তী ও হবিগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, ভাইস প্রেসিডেন্ট মফিজুর রহমান বাচ্চু, পরিচালক মশিউর রহমান শামীম, মোঃ হাবিব খান, শংখ শুভ্র রায়, মোঃ আব্দুল কদ্দুস ও শেখ আনিসুজ্জামান, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের নেতা আহমেদ খান শুভ, ফারুক মিয়া, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী দিলু, বাসদ নেতা কমরেড হুমায়ুন খান, আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকীল চৌধুরী, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, যুবলীগ নেতা বিপ্লব রায় চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর নূর হোসেন, এশিয়ান টিভির সুরুজ আলী, জিটিভির মোহাম্মদ নূর উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, মার্চেন্ট এসোসিয়েশনের নেতা ফারুক মিয়া, আহমেদ জামান খান শুভ, যুব রেড ক্রিসেন্টের পংকজ দাস পল্লব, সাদিকুর রহমান রাজু প্রমুখ। চেম্বারের প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম জানান, মাস খানেক আগে হবিগঞ্জ শহরে ৫ শতাধিক মানুষকে তারা উন্নতমানের স্যুয়েটার দিয়েছিলেন। এবার আরও তিনশ’ জনকে কম্বল দেওয়া হয়েছে। অস্বচ্ছলদের জন্য তাদের এমন কর্মকান্ড অব্যাহত থাকবে।