Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে নিখোঁজের ৮৩ দিনেও উদ্ধার হয়নি খায়রুল

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে নিখোঁজের ৮৩ দিনেও উদ্ধার হয়নি এক যুবক। নিখোজ খায়রুল ইসলাম বানিয়াচঙ্গ উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি নোয়াহাটি গ্রামের আব্দুল আলীর পুত্র। এ ব্যাপারে মামলা দায়ের করলে আদালত আসামীদের বিরুদ্ধে সমন ও ৩ দিনের মধ্যে যুবককে উদ্ধার করার জন্য বানিয়াচং থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। কিন্তু নিখোজের ৮৩ দিন অতিবাহিত হলেও খায়রুল উদ্ধার হয়নি।
মামলা ও ঘটনার বিবরনে জানা যায়, ওই গ্রামের আব্দুল হাইয়ের পুত্র মতিউর রহমান পূর্ব পরিচয়ের সুবাদে খায়রুল ইসলামের বাড়িতে আসা যাওয়া করত। গত ১৫ মে সকালে বিদেশ যাবার বিষয়ে আলোচনা করার জন্য মতিউর রহমান ও খায়রুল হবিগঞ্জ আসে। এরপর খায়রুল বাড়ি যায়নি। এব্যাপারে মতিউরের নিকট খায়রুলের পিতা আব্দুল আলী তার পুত্রের খবর জানতে চানতে চান। এ সময় মতিউর জানায়, খায়রুলকে মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছে। কিন্তু পুত্রের সন্ধান না পেয়ে আব্দুল আলী বার বার মতিউরের নিকট ছুটে যান। এক পর্যায়ে তাকে চাপ প্রয়োগ করলে সে আব্দুল আলীর নিকট ২ লাখ টাকা দাবী করে। টাকা না দিলে খায়রুলের খবর দিবে না বলে জানায়। নিরূপায় হয়ে আব্দুল আলী হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ জুলাই মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ৩ দিনের মধ্যে ভিকটিমকে উদ্ধার করার জন্য বানিয়াচং থানাকে নির্দেশ দেন।