Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর উপজেলার প্রবাসীদের নিয়ে দ্বিতীয় মেয়াদে বিশ্ব প্রবাসের আলো কমিটি গঠন

বিভিন্ন দেশে কর্মরত হবিগঞ্জ সদর উপজেলার প্রবাসীদের নিয়ে দ্বিতীয় মেয়াদে বিশ্ব প্রবাসের আলো কমিটি গঠন করা হয়েছে। গত ৮ই জানুয়ারি রোজ রবিবার জুম অ্যাপের মাধ্যমে একটি ভার্চুয়াল সভায় প্রধান উপদেষ্টা চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন (যুক্তরাজ্য) ও সভাপতি মোঃ জসিম উদ্দিন(ইউ.এ.ই) এর একটি স্বাক্ষরিত প্যাডে ২০২৩-২০২৫ সালের এই কমিটির অনুমোদন দেওয়া দেয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে নব উদ্যমে বিশ্ব প্রবাসের আলো কমিটি পরিচালনার লক্ষ্যে চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকনকে প্রধান উপদেষ্টা, মোঃ জসিম উদ্দিন সভাপতি, মোহাম্মদ আলী সাচ্চুকে সাধারণ সম্পাদক এবং মোঃ আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটিতে হোসেন আলী, আলাল মহসিন, অলিউর রহমান, দুলাল মিয়া, শাহ আলম, শেখ সোহেল, জিতু মিয়া, শফিকুর রহমান, জমির আলী, আব্দুল সোবহান ও মোঃ জায়েদকে উপদেষ্টা করা হয়। আশরাফুল জালাল সিনিয়র সহ-সভাপতি, শেখ রহমান, সুমন মালিক, মেহরাব আবেদীন উজ্জ্বল, তাহির মিয়া, পারভেজ আনিস, সাইফুল ইসলাম, সোহেল মিয়া, জাহিদুল ইসলাম, তোফাজ্জল হককে সহ-সভাপতি করা হয়। শেখ রুমন, কামরুল হোসেন আলী, মোঃ নুর একলাস মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক। মেহেদী হাসান সোহাগ, ইব্রাহিম হোসেন আক্কাস, জাহেদুর রহমান যুগ্ম সাংগঠনিক সম্পাদক, সৈয়দ রাজিব অর্থ সম্পাদক, অলিউর রহমান নয়ন প্রচার সম্পাদক, মোঃ সজিব ধর্ম বিষয়ক সম্পাদক, শাহজাহান আলী আত্তারী সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ রাজু ক্রীড়া সম্পাদক, সৈয়দ ওবায়দুল হক মাসুম সহ-ক্রীড়া সম্পাদক, হাফিজুর রহমান জিহাদ সমাজকল্যাণ সম্পাদক, হাদিস মিয়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মোহাম্মদ নাহিদ মিয়া ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, মোঃ সালমান দপ্তর সম্পাদক। এছাড়া ও সদস্য হিসেবে আছেন, আব্দুল আহাদ, মিয়া কায়সার, রুমন আহমেদ, সায়েম, জাহাঙ্গীর ও মোঃ মোখলিসুর।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রবাসীদের ভবিষ্যৎ, আর্থসামাজিক উন্নয়ন ও মানবসেবার উদ্দেশ্য নিয়ে ২০২১ সালে প্রথমবারের মতো বিশ্ব প্রবাসের আলো সংগঠনটি গঠিত হয়েছিল। প্রবাসীরা একে অন্যের সহযোগিতার পাশাপাশি প্রতিটি সদস্য একে অন্যের বিপদে-আপদে পাশে থাকার অঙ্গীকার এবং প্রবাসীদের কল্যাণের উদ্দেশ্যই মূলত এই সংগঠনটি করা হয়। এছাড়া ও এই সভায় প্রত্যেক সদস্য বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও সহযোগিতামূলক বক্তব্য রাখেন। গরিব দুস্থ মানুষদের আর্থিক সহযোগিতা ,বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে তারা জানান।