Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উষার প্রকাশনা আলোকযাত্রার ২য় সংখ্যার মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা)’র প্রকাশনা আলোকযাত্রার ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ২৮ জুলাই হবিগঞ্জ প্রেসক্লাবে এক অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে মোড়ক উন্মোচন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।
উষার সভাপতি মোঃ আব্দুস সালাম তুহিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ করিম সোহাগের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব জালাল আহমেদ, ঊষার উপদেষ্টা এডঃ শাহ ফখরুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম রাজু, আলিকোর ম্যানেজার রোটারিয়ান বাদল কুমার রায়, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, শাবিপ্রবির সহকারী অধ্যাপক এ কে এন নুরুল হোসাইন, সহকারী অধ্যাপক সুব্রত রায়, কবির কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন শাওন ও ইকনমিক ক্যাডারের কর্মকর্তা হারুন-অর রশিদ সাগর। বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শাহ সৈয়দ উল হাসান সাঈদ, রহিমা আলাউদ্দিন মুন্নী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির ঊষার কর্মকান্ডের প্রশংসা করেন এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
আলোকযাত্রার ২য় সংখাটি হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. ফরাস উদ্দিন, অধ্যাপক কামরুল হাসান তরফদার ও শাবিপ্রবির সহযোগী অধ্যাপক জহিরুল হক শাকিলসহ বরেণ্য লেখকদের লেখায় সমৃদ্ধ হয়েছে। এতে জেলার বিভিন্ন তথ্য ও ইতিহাস সংযুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশ শিক্ষার্থী অংশ নেয়। লন্ডন প্রবাসী আব্দুল আওয়াল দুদুর সৌজন্যে সবাইকে শুভেচ্ছা উপহার দেয়া হয়।