Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বুধবার সকালে নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আগনা গ্রামের সোনাফর উল্লার পুত্র ইকবাল আহমদ পার্শ্ববর্তী দীঘলবাঁক ইউনিয়নের ফাদুল্লা নামকস্থানের কুশিয়ারা নদী থেকে প্রায় সপ্তাহখানেক ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তেলন করছিল। গোপন সূত্রের ভিত্তিতে গতকাল সকালে নবীগঞ্জের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি আঁচ করতে পেরে ইকবাল আহমদ ও তার শ্রমিকরা ড্রেজার মেশিন ফেলে পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় দেন। পরে অর্থদন্ডপ্রাপ্ত ইকবাল আহমদ জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করে ড্রেজার মেশিনটি নদী থেকে সরিয়ে নেন। ভ্রাম্যমান আদালতকে সহয়োগিতা করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ। অপরদিকে নবীগঞ্জ শহরের শেরপুর সড়কের উপর গাছ রেখে যান ও জনচলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে একই ভ্রাম্যমান আদালত গতকাল দুপুরে শহরের বিশ্বকর্মা স’মিল-১ ও বিশ্বকর্ম স’মিল-২-এর মালিক যথাক্রমে নীলকন্ঠ সূত্রধর ও নীলমনি সূত্রধরকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন।