Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের শাহজাহানপুরে মাওঃ আশরাফীর ওয়াজ মাহফিল নিয়ে উত্তেজনা ॥ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১ জানুয়ারি মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নে মাওলানা আশরাফীর ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উক্ত মাহফিল আয়োজনের প্রতিবাদ ও বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউয়িন শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা মোহাম্মদ হরমুজ আলী আল-ক্বাদেরীর সভাপতিত্বে এবং মাওলানা মোঃ আবুল বাশারের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভা শেষে তেলিয়াপাড়া বাজার থেকে নোয়াহাটি মোহনপুর বাজার পর্যন্ত শাহজাহানপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে প্রায় ৩ হাজার সুন্নী জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৪টায় নোয়াহাটি বাজারে পীরে তরিকত মাওলানা নজরুল ইসলাম আজিজির সভাপতিত্বে এবং মাওলানা আবুল বাশারের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তারা, শাহজাহানপুর এলাকায় শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষার্থে মাওলানা আশরাফীর উদ্যোগে আগামী ১ জানুয়ারির অনুষ্ঠিত ওয়াজ মাহফিলটি অবিলম্বে বন্ধের জন্য প্রশাসনের প্রতি দাবি করেন। বক্তারা বলেন, এই মাহফিল এলাকার ৯৯ ভাগ ধর্মপ্রাণ সুন্নী জনতার ধর্ম বিশ্বাসে আঘাত করার জন্য আয়োজন করা হয়েছে। মাহফিলটি অনুষ্ঠিত হলে এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গ হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৬নং শাহজাহানপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন খান, আহলে সুন্নাত ওয়াল জামাতের শাহজাহানপুর ইউপি শাখার সভাপতি মাওলানা হরমুজ আলী আল-ক্বাদেরী, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান আজিজি, বাগদাদী কাফেলা বাংলাদেশের সিনিয়র নেতা ফরহাদ চৌধুরী, কেন্দ্রীয় বাগদাদী কাফেলা বাংলাদেশের প্রচার সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন চৌধুরী অনিক, মাওলানা হাফেজ ইউসুফ আলী, মোঃ আজগর মিয়া, মাওলানা রেদোয়ান আজিজি, মাওঃ সিরাজুল ইসলাম, মাওলানা হাফেজ জমির আলী, মাওলানা হাফেজ আশিকুর রহমান, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা হাফেজ শাহীন হোসেন প্রমূখ। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর এলাকাবাসীর পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত ৬নং শাহাজাহানপুর ইউপির সভাপতি মাওলানা হরমোজ আলী আল ক্বাদরীসহ শতাধিক গ্রামবাসী এই বিতর্কিত ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেন।