Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক রোগীদের চিকিৎসা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দু’দিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দুই শতাধিক রোগীদের চিকিৎসা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পিং পরিচালনা করা হয়। সকাল থেকে দিনব্যাপী সেখানে শতাধিক রোগীদের চিকিৎসা প্রদানসহ ঔষধপত্র দেওয়া হয়। এর আগে ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা শামরুল ইসলামের সভাপতিত্ব এবং ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী রাকিব খান রাজার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা লাল দাশ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি নূরুল আবেদিন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক একে ফয়জুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন ফাউন্ডেশনের প্রতিনিধি রুহুল আমিন চৌধুরী, জিয়াউর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন- ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ইউনিয়নে সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে। প্রবাসীরা তাদের কষ্টে অর্জিত টাকার একটা অংশ দিয়ে মানবসেবায় করে যাচ্ছেন। ইতিমধ্যে তারা টিউবওয়েল, হুইল চেয়ার, নগদ অর্থ ও খাদ্য সামগ্রীয় বিতরণ করেছে। করোনার সময় তারা ইউনিয়নের দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। এ ছাড়াও ঈদ ও পুজাতে উপহার সামগ্রীয় বিতরণ করছে। তারা এই সংগঠনটির সফলতা কামনা করেন এবং সংগঠনের সভাপতি হুমায়ূন কবির চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক মাওঃ উবাইদুর রহমান আবিদ, সাংগঠনিক আলী আসকরসহ সকল সদস্যদের উজ্জল ভবিষ্যত কামনা করেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ২ দিন চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ অসিত রঞ্জন দাস, ডাঃ দেবাশীষ দাশসহ আরো কয়েকজন চিকিৎসক।