Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চারণ সাংবাদিক খেলুর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আজ চারণ সাংবাদিক আখলাক হোসেন খান খেলুর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী। দৈনিক মানবজমিনের হাওরাঞ্চল প্রতিনিধি আখলাক হোসেন খান খেলু ২০১৬ সালের ২৯শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হাওরাঞ্চলের সাংবাদিক জগতের এক পরিচিত নাম ছিল আখলাক হোসেন খান খেলু। ১৯৯২ সালে দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে লেখালেখির হাতেখড়ি তার। এরপর থেকে আর থেমে থাকেননি তিনি। বিরামহীন লিখে গেছেন। কাজ করেছেন সমকাল, কালের কণ্ঠসহ বিভিন্ন দৈনিক পত্রিকায়। ২ দশক ধরে হাওরাঞ্চল প্রতিনিধি হিসেবে লিখেছেন দৈনিক মানবজমিন পত্রিকায়। চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন হাওরের প্রকৃতি, সম্পদ, সমস্যা, সম্ভাবনা। লিখেছেন হাওর অঞ্চলের জীবন সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে। হাওরবাসীর অতীত-বর্তমান, রুটি-রোজগার, জীবন-যাপন, হাসি-কান্না, চাওয়া-পাওয়া সর্বোপরি প্রকৃত প্রত্যাশাকে সামনে নিয়ে আসতে তিনি কাজ করেছেন নিরলসভাবে। সাংবাদিকতার পাশাপাশি তিনি লিখে গেছেন হাজারের অধিক গান ও কবিতা। তার লেখা গান নিয়ে কাজ করছেন তার সহধর্মিণী বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীত শিল্পী কুহিনুর বেগম। ৬ষ্ট মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন মরহুমের স্ত্রী কুহিনুর বেগম।