Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের ইনাতাবাদ-জঙ্গল বহুলা থেকে সিডিসির সঞ্চয় প্রদান কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় কমিউনিটি ডেভেলপম্যান্ট কমিটি, সিডিসি’র সঞ্চয় প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১টায় ৬নং পৌর কাউন্সিলর টিপু আহমেদের বাসভবনে অনুষ্ঠিত এক সভায় ইনাতাবাদ-জঙ্গল বহুলা সিডিসি’র সঞ্চয় ফেরত প্রদান অনুষ্ঠিত হয়। কাউন্সিলর টিপু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ সভায় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ পৌরকাউন্সিলর গৌতম কুমার রায়, সফিকুর রহমান সিতু, শাহ মোঃ সালাউদ্দিন আহাম্মদ টিটু, খালেদা জুয়েল, শেখ সুমা জামান ও ভারপ্রাপ্ত সমাজ উন্নয়ন কর্মকর্তা কামরুন্নাহার সালমা ও ইউজিআইআইপি ফিল্ড ওয়ার্কার মমতাজ বেগম, সিডিসি ফেডারেশন কর্মকর্তা মোঃ আরব আলী, মনীষ আচার্যী, লুৎফুর রহমান নানু, ছুরত আলী, কামাল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য ইউপিপিআর প্রকল্পের মাধ্যমে হবিগঞ্জ পৌরসভায় প্রতিষ্ঠিত কমিউনিটি ডেভেলপম্যান্ট কমিটি সিডিসির কার্যক্রমে স্থবিরতার কারনে দীর্ঘদিন ধরে সঞ্চয় ফেরত প্রদান কার্যক্রম বন্ধ ছিল। মেয়র আতাউর রহমান সেলিমের উদ্যোগে বহুল প্রতীক্ষিত সঞ্চয় ফেরত প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের শুরুতেই ইনাতাবাদ-জঙ্গল বহুলা সিডিসি’র ২৫ টি দলের ২০৮ জনের মধ্যে ৩ লক্ষ ৫৮ হাজার ৬শ ১৮ টাকা সঞ্চয় ফেরত প্রদান করা হয়। পর্যায়ক্রমে সকল সিডিসিতে সঞ্চয় ফেরত প্রদান করা হবে বলে জানায় ইউজিআইআইপি। পৌরসভার সিডিসি’র সকল সদস্যকে তাদের নিজ নিজ দলনেতা ও সংশ্লিষ্ট সিডিসি নেতাদের সাথে যোগযোগ করার জন্য বলা হয়েছে।